পূজা মণ্ডপে নিরাপত্তা তদারকিতে নেত্রকোণার জেলা প্রশাসক
ছবিঃ বিপ্লবী বার্তা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা তদারকির অংশ হিসেবে নেত্রকোণার জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।


বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তারা ভক্ত ও আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


এ সময় পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি পূজা উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন।


প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সরেজমিনে এ ধরনের তদারকি পূজা উদযাপনকে আরও নিরাপদ ও উৎসবমুখর করতে সহায়ক হবে।