
ছবিঃ বিপ্লবী বার্তা
কিছুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেত্রকোণা ব্যাটালিয়ান (৩১ বিজিবি) দুর্গাপুর উপজেলায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুর্গাপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা বাড়ি মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য সুবল চন্দ্র দে এছাড়া পূজা উদযাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় লে. কর্নেল এস এম কামরুজ্জামান বলেন, “শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক নিরাপত্তা নিশ্চিতে বিজিবি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।” তিনি আরও জানান, প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।