মোহনগঞ্জে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার মোহনগঞ্জে নদী থেকে আব্দুল কদ্দুছ মিয়া (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের একটি সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল কদ্দুছ মিয়া হরিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় সুনামগঞ্জের ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন আব্দুল কদ্দুছ। বাড়ির পাশে নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করার সময় তিনি নিখোঁজ হন। পরে সকালে হরিপুর সেতুর নিচে তার লাশ ভেসে উঠতে দেখা যায়।


তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, “হাসপাতালে ভর্তি ছিলেন আব্দুল কদ্দুছ। গতকাল সন্ধ্যায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে খুঁজে পাননি। আজ সকালে বাড়ির পাশেই নদীর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।”


মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে নদী পার হওয়ার সময় তিনি ডুবে গেছেন। লাশটি উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।”