 
      জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত পাঁচ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে তিন দফা দাবিতে ২১ ঘন্টারও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। বুধবার দুপুর ১২:৫০ মিনিট পর্যন্ত দেখা যায়, অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা গতকাল দুপুর ২টা থেকে এই কর্মসূচি শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে খোঁজ-খবর নিতে উপস্থিত ছিলেন।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন—ফয়সাল মুরাদ ও ফেরদৌস শেখ। তাদের পেটে ব্যথা, প্রেসার কমে যাওয়া এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিয়েছে। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন, বোটানি বিভাগের একেএম রাকিব (২০১৭-১৮ শিক্ষাবর্ষ), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ (২০১৯-২০), ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফেরদৌস শেখ (২০২০-২১), ইতিহাস বিভাগের শাহিন মিয়া (২০২০-২১) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অপু মুন্সি (২০২২-২৩)।
জবি শাখা বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “প্রশাসন পূর্বের মতোই একই বাহানা করছে। আমরা আর কোনো তালবাহানা শুনে ঘরে ফিরে যাব না। আমাদের দাবি অবশ্যই মানা হবে, নইলে প্রশাসন তার দায়িত্ব নিতে বাধ্য।” অনশনে অংশ নেওয়া শাখা আহবায়ক ফয়সাল মুরাদ বলেন, “২১ ঘন্টার বেশি সময় ধরে আমরা অনশনে বসে আছি, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ইতোমধ্যে একজন সহযোদ্ধা অসুস্থ হয়ে পড়েছে। আমরা ঐক্যবদ্ধ থেকে দাবিগুলো আদায় করব।” জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব জানান, “অবস্থানসহ বহু কর্মসূচি করেছি, তাতেও প্রশাসন কর্ণপাত করেনি। তাই অনশন দিতে বাধ্য হয়েছি। যতক্ষণ না আমাদের তিন দফা দাবি পূরণ হয়, অনশন চলবে। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”
শিক্ষার্থীদের তিন দফা দাবি:
১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করা।
২. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।
৩. ক্যাফেটেরিয়ায় স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা, কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রণ নিশ্চিত করা।
 মোঃ মিলন হোসেন,জবি
                     মোঃ মিলন হোসেন,জবি 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
