 
      চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুই দিন বৃদ্ধি করার আবেদন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল নোমান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন আহমেদের কাছে এই আবেদনপত্র জমা দেন।
আবেদনে বলা হয়, “বিগত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীদের হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছে। একই সঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেনি। এমতাবস্থায় মনোনয়ন ফরম বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা আরও দুই দিন বৃদ্ধির মাধ্যমে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সকল শিক্ষার্থীদের জন্য এটি মঙ্গলজনক হবে।”
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লা আল নোমান বলেন, “আমাদের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। তবে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় অসুস্থ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই দাবি জানানো হয়েছে।” আবেদনে তারা নির্বাচন কমিশনারের সদয় বিবেচনা ও অনুমোদনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
 মোঃ ফুয়াদ মন্ডল , চবি
                     মোঃ ফুয়াদ মন্ডল , চবি 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
