 
      মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজার শুভেচ্ছা ও প্রবাসী বাঙালীদের অনুরোধের প্রেক্ষিতে এ বছর ভারতে ১২শ মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে। এটি গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।
তিনি আরও জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী বাঙালীদের চাহিদা মেটাতে ১১ হাজার মেট্রিকটন ইলিশ রপ্তানি করার অনুমোদন দেয়া হয়েছে। এবং, এ বছর জাটকা নিধনের কারণে ইলিশের উৎপাদন কমে গেছে। ফলস্বরূপ বাজারে সরবরাহ কমেছে। তবে এ মাসেই দেশের বিভিন্ন জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় তিনি গবাদি পশু এলএসডি রোগমুক্ত করতে ভোলা, সিরাজগঞ্জ, পাবনা ও মানিকগঞ্জ জেলার সম্পূর্ণ পশুদের ভ্যাকসিন প্রদান করা হবে বলেও জানান। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী কৃষক ও স্থানীয় এনজিও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান।
সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-এ-খুদা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মকতাদির খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
 মোঃ মাসুদ রানা
                     মোঃ মাসুদ রানা 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
