 
      রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে মিডিয়া এন্ড পাবলিকেশন্স সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম (ফাহিম ফারুকী)। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো “ডিজিটাল ক্রিয়েটরস হাব” চালুর ঘোষণা দেন তিনি। এই উদ্যোগের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ব্লগার ও পডকাস্টারদের জন্য বিশেষ কোর্স, ওয়ার্কশপ আয়োজন করা হবে । এছাড়া ভিডিও এডিটিং, ব্লগিং, সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং ও ক্রিয়েটিভ রাইটিং শেখার সুযোগ করে দেওয়া হবে।
এছাড়া ইশতেহারে আরও উল্লেখ করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ডিজিটাল মিডিয়া পোর্টাল ও RU Info App চালু , শিক্ষার্থীদের জন্য আলাদা ব্লগিং প্ল্যাটফর্ম ও RU ব্লগার অ্যাওয়ার্ড, সাংবাদিকতা, ফটোগ্রাফি, নিউজ রাইটিং ও পাবলিকেশন্স বিষয়ে ট্রেনিং ওয়ার্কশপ,ক্যাম্পাসে ভুয়া তথ্য প্রতিরোধে ফ্যাক্ট-চেকিং সেল গঠন, বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস সংরক্ষণে RU Heritage Archive, শিক্ষার্থীদের লেখা আন্তর্জাতিক ব্লগ ও জার্নালে প্রকাশে সহায়তা করতে গ্লোবাল নেটওয়ার্ক গঠন।
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, মেধাবীদের সৃজনশীলতাকে বিশ্ব দরবারে তুলে ধরতে আধুনিক ও গতিশীল মিডিয়ার কোনো বিকল্প নেই। নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য সৃজনশীল এবং সময়োপযোগী মিডিয়া প্ল্যাটফর্ম গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
