 
      ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু নির্বাচন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টানা ভোটগ্রহণ । একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হল সংসদেরও নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার জাকসুর ২৫টি পদে লড়ছেন মোট ১৭৭ জন প্রার্থী। ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা শিক্ষার্থী ও শিক্ষক সমাজের।
প্রচারণা শুরু হয়েছিল ২৮ আগস্ট থেকে এবং গতকাল,মঙ্গলবার রাত ১২টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। শেষ দিনে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালান। অংশ নিচ্ছে বিভিন্ন প্যানেল, বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাম প্রগতিশীলদের সংশপ্তক পর্ষদ, সম্প্রীতির ঐক্য এবং একাধিক স্বতন্ত্র প্রার্থী।
নির্বাচনকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় জুড়ে মোতায়েন থাকবে পুলিশের প্রায় ১ হাজার ২০০ সদস্য, ভোটকেন্দ্রে দায়িত্বে থাকবেন আনসার সদস্যরা। ২১টি কেন্দ্রে বুথ থাকবে ২২৪টি, পাশাপাশি স্থাপন করা হয়েছে প্রায় ৮০টি সিসিটিভি ক্যামেরা। দায়িত্বে থাকবেন ২১ জন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও সমসংখ্যক সহকারী। ভোট হবে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
সব মিলিয়ে, দীর্ঘ অপেক্ষার পর শিক্ষার্থীরা পাচ্ছেন তাঁদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ। তাই সবার দৃষ্টি এখন আগামী কালের ঐতিহাসিক ভোটযুদ্ধের দিকে।
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
