 
      ছবিঃ সংগৃহীত
          ঝালকাঠি জেলার এসএ পরিবহন পার্সেল সার্ভিসের অফিস থেকে ম্যানেজার শেখর বিশ্বাসের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে অফিসের স্টাফ নাঈম হাসান প্রথমে তার মরদেহ দেখতে পান।
সহকারী ম্যানেজার জাহিদ হাসান বলেন, “হঠাৎ ভোরে অফিস থেকে খবর পাই শেখর ভাই নেই। পরে স্টাফ নাঈম ভেতরে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এটা অত্যন্ত কষ্টের ঘটনা।”
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শেখর বিশ্বাস দীর্ঘ আট বছর ধরে ঝালকাঠি শাখায় কর্মরত ছিলেন। পরিবার নিয়ে ঝালকাঠি শহরেই বসবাস করতেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে স্থানীয় স্কুলে পড়াশোনা করছে। সম্প্রতি হঠাৎ করে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। কিন্তু সন্তানদের পড়াশোনার কথা বিবেচনা করে তিনি আরও ছয় মাস সময় চেয়েছিলেন। তবে কর্তৃপক্ষ রাজি হয়নি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন শেখর।
শেখরের স্ত্রী অভিযোগ করেন, “কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন। বদলির আদেশে তিনি ভীষণ হতাশ ছিলেন।”
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।”
নিহত শেখর বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মাছকান্দি গ্রামের মৃত শরৎ চন্দ্র বিশ্বাসের ছেলে।
 মোঃ সামীর আল মাহমুদ
                     মোঃ সামীর আল মাহমুদ 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
