 
      চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তিনি পার্কভিউ হাসপাতালে পরিদর্শনে আসেন। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে স্বাগত জানান এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসা কার্যক্রম ও বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন। তিনি চিকিৎসক দলের তত্ত্বাবধানে গৃহীত চিকিৎসা পদক্ষেপ সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন।
পরিদর্শনকালে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব (যুগ্মসচিব) ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
আহত শিক্ষার্থীদের শয্যাপাশে গিয়ে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা তাদের শারীরিক খোঁজখবর নেন, চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি তিনি উপস্থিত অভিভাবকদের সান্ত্বনা দেন ও সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, পার্কভিউ হাসপাতালে বর্তমানে দুই শিক্ষার্থী ভর্তি আছেন। তারা হলে চবির সমাজতত্ত্ব বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র মামুন মিয়া ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ইমতিয়াজ আহমেদ সায়েম।
এর মধ্যে সংঘর্ষে রামদার কোপে মামুন মিয়ার মাথার খুলির গুরুতর ক্ষতি হয়েছে। অপারেশনে খুলির একাংশ সরিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে হয়েছে। ব্যান্ডেজে বড় অক্ষরে লেখা হয়েছে- ‘হাড় নেই, চাপ দেবেন না’।
অপরদিকে ইমতিয়াজ আহমেদ সায়েমকে সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের কোপ দেয় মাথায়। জরুরি অস্ত্রোপচারের পর এখন পর্যন্ত তার চোখ খোলেনি।
 মোঃ ফুয়াদ মন্ডল, চবি
                     মোঃ ফুয়াদ মন্ডল, চবি 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
