 
      নিজ কার্যালয়ের সামনে একটি অভিযোগ বক্স স্থাপন করেছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। এতে করে রাজধানী মিরপুর ১৪ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা গোপনে যেকোনো অভিযোগের বিষয়ে অবহিত করার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সরজমিনে মিরপুর ঈদগাহ মাঠের পাশে যুবদল নেতার কার্যালয়ের সামনে এ দৃশ্য দেখা যায়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সব সময়। আর এ কারণেই এমন উদ্যোগ নেয়া।'
তিনি বলেন, 'এখানে তথ্য দাতাদের নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলেও এখানে দিতে পারবেন।'
সাজ্জাদুল মিরাজ আরও বলেন, 'মিরপুর ১৪ আসনের মানুষের পাশে সব সময় থাকতে চাই। সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা সমাধান করতে আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।'
 
                      
                                 
                                 
                                 
                                 
                                 
                                
