 
      ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও নানা অনিয়মের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও অভিভাবকরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ৪০নং চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগম, হাসানসহ আরও অনেকে।
অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের অবহেলার কারণে বিদ্যালয়ের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। অন্য সব স্কুলে শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পেলেও, এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা তা পাচ্ছে না। এছাড়া তিনি শিশু শিক্ষার্থীদের দিয়ে টয়লেট পরিষ্কার, ক্লাসরুম ঝাড়–, পানি আনা-নেওয়া সহ বিভিন্ন কাজ করান। শিক্ষার্থীরা কাজ করতে অস্বীকার করলে তাদের মারধর ও বকাঝকা করেন।
অভিযোগে আরও বলা হয়, প্রধান শিক্ষক অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বিদ্যালয়ে দেরিতে আসেন। দুপুর ১টার মধ্যেই তিনি চলে যান। প্রায়ই অফিসের কাজের অজুহাতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন তিনি। এসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করলে অভিভাবকদের হুমকি-দমকি দেওয়া হয়। এমনকি তার স্বামী আখতার হোসেন শানু অভিভাবকদের ভয়ভীতি দেখান।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দৃষ্টান্তমূলক বিচার ও তাকে বিদ্যালয় থেকে অপসারণের দাবি জানান।
 মোঃ সামীর আল মাহমুদ
                     মোঃ সামীর আল মাহমুদ 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
