 
      ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কলা অনুষদভুক্ত বিভাগ সমূহে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ডিভাইস বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের গগন হরকরা গ্যালারিতে ডিভাইস বিতরণ করা হয়।
এসময় কলা অনুষদের আরবী ভাষা ও সাহিত্য, বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সস্কৃতি এবং চারুকলা বিভাগে বিশুদ্ধ পানির ডিভাইস বিতরণ করা হয়।
ডিভাইস বিতরণ অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এসময় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সালাম, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হাসান, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. গফুর গাজী, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী ও প্রেস প্রশাসক অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নকিব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমাদের কিডনি হার্ট লিভার যদি ভালো রাখতে হয় বিশুদ্ধ পানি প্রয়োজন। তাই আমাদের শিক্ষার্থীদের সবসময় পনি সরবরাহ নিশ্চিত করতে হবে। পানিই সব সৃষ্টির মূল, তাই আমাদের পানি অপচয় করা উচিত হবে না। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবো। সাথে সাথে পানির ফিল্টার যেখানে রাখা হবে, সে জায়গাটা পরিষ্কার রাখবো।
 মাওয়াজুর রহমান
                     মাওয়াজুর রহমান 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
