 
      কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের রাস্তার সংস্কার কাজসহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
সোমবার (২৫ আগষ্ট) দুপুরে তিনি সরেজমিনে গিয়ে কাজের মান এবং কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন আসাদ,মহিলা মেম্বার আলেয়া আক্তার,তরুন সমাজসেবক মাহাববুল আলম কাইয়ুমসহ এলাকাবাসী।
পরিদর্শন শেষে ইউএনও মাঈদুল ইসলাম বলেন, “জনগুরুত্বপূর্ণ জালালপুর ইউনিয়নের রফিক মোড়ের রাস্তা উন্নয়নকাজে নিম্নমানের মালামাল ব্যবহার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। উন্নয়নকাজটি সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখাশোনার দায়িত্ব সবার। সবাই যদি স্বচ্ছতার সঙ্গে আইন মেনে কাজ করে, কটিয়াদীর চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ।”
 মিয়া মোহাম্মদ ছিদ্দিক
                     মিয়া মোহাম্মদ ছিদ্দিক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
