 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে সায়েন্সল্যাব এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষের খবর জানতে পারে নিউমার্কেট থানা পুলিশ।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, “গত মঙ্গলবার ঢাকা কলেজের দুইজন শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ সকালে সেই ঘটনার জেরে একজনের শার্ট টেনে ছিঁড়ে ফেলার পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।দুই কলেজের অন্তত ৫ জন আহত হয়েছেন। ”
তিনি আরও বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
উল্লেখ্য, ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে, যা নিউমার্কেট ও আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করে।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
