 
      ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই আন্দোলনবিরোধী অবস্থান নেওয়ার অভিযোগে ১৯ জন শিক্ষককে শোকজ নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষকরা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের হুমকি-ধমকি, ভীতি প্রদর্শন, গালাগালি, মিছিলে উসকানিমূলক স্লোগান দেওয়া, পুলিশি গ্রেফতার ও হয়রানির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
শোকজকৃত শিক্ষকদের মধ্যে রয়েছেন— ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, আইসিটির অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল ও অধ্যাপক ড. রবিউল হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া রাসিদুজ্জামান, অধ্যাপক ড. আখতারুল ইসলাম জিলু ও সহযোগী অধ্যাপক ড. আফরোজা বানু, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ও অধ্যাপক ড. সেলিনা নাসরিন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. শহিদুল ইসলাম, অর্থনীতির অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. জয়স্ত্রী সেন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল ও অধ্যাপক ড. রেবা মণ্ডল, আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন, ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান এবং মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত নোটিশে বলা হয়, অভিযুক্ত শিক্ষকদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না।
প্রসঙ্গত, জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানকালে আন্দোলনবিরোধী অবস্থানকারীদের চিহ্নিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই প্রতিবেদনের ভিত্তিতেই ১৯ শিক্ষকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
 মাওয়াজুর রহমান
                     মাওয়াজুর রহমান 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
