 
      কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে রাকিব (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ। নিহত রাকিবের বাড়ি বাজিতপুর উপজেলার কৈলাগ গ্রামে।
শুক্রবার সকালে ভৈরবের লুন্দিয়া এলাকায় নদীতে ভাসমান মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভৈরব নৌ-থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, গত ১০ আগস্ট বিকেলে রাকিব বাড়ি থেকে ৫০০ টাকা নিয়ে একই উপজেলার কুকরাই গ্রামের বন্ধু শাওনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তার ভাই রিয়াজ মিয়া বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাজিতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, লুন্দিয়া এলাকা থেকে রাকিবের গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
 ইফরানুল হক সেতু
                     ইফরানুল হক সেতু 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
