 
      বরগুনার বেতাগী উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিজয় মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে একজন বক্তাকে 'জয় বাংলা' স্লোগান দিতে শোনা যায়। ভিডিওটি ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরে। ‘রিকশাচালক দল’ নামে একটি সংগঠন বেতাগী উপজেলায় একটি সমাবেশের আয়োজন করে। যদিও এই সংগঠনটি বিএনপির আনুষ্ঠানিক কোনো অঙ্গসংগঠন নয়, তবুও আয়োজকরা নিজেদের বিএনপির সমর্থক বলে দাবি করে আসছেন।
ভিডিওতে বক্তব্য দিতে দেখা যায় মিলন মিয়া নামে এক ব্যক্তিকে, যিনি নিজেকে ‘বেতাগী পৌর শাখা রিকশাচালক দল’-এর সভাপতি হিসেবে পরিচয় দেন। ১ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আজকের এই রিকশা-ভ্যান-অটোচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টের যোদ্ধাদের স্মরণ করছি। শহীদদের পরিবারকে সমবেদনা জানাই, যারা চিকিৎসাধীন তাদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। ৫ তারিখে ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা তাকে হটিয়েছি। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা... শহীদ জিয়া অমর হোক।”
তবে ভিডিওর সেই 'জয় বাংলা' অংশ তিনি বলেছিলেন কি না, সে ব্যাপারে মিলন মিয়া দাবি করেন, ভিডিওটি তার নয়। বরং কেউ ভিডিওটি এডিট করে ভুলভাবে প্রচার করেছে বলে অভিযোগ তোলেন তিনি। তার ভাষায়, “ভিডিওর ওই অংশ কেটে জুড়ে দেওয়া হয়েছে। আমি বলেছিলাম, তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক—‘জয় বাংলা’ বলিনি।”
এ বিষয়ে বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, “দীর্ঘ ১৭ বছর দলে লোকজন তেমন ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকে দলে ভিড় করছে। তাদের কিছু বিতর্কিত কাজ আমাদের সম্মানহানি ঘটাচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।”
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
