 
      বরগুনা সদর উপজেলার পুলিশ লাইন রোড এলাকায় মোঃ ইয়াসিন (১৮) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ইয়াসিনের বাড়ি বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন রোডে, টিটিসি সংলগ্ন এলাকায়। তার স্থায়ী ঠিকানা বরগুনার বেতাগী উপজেলার চরখালী গ্রাম। তার পিতার নাম মোঃ আব্দুল জলিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। গত কয়েকদিন ধরে তার হাতে টাকা না থাকায় সে পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা চাইছিল। তবে পরিবার থেকে টাকা না পাওয়ায় সে ক্ষোভে-দুঃখে গতকাল রাতে বাসায় না ফিরে বাইরে অবস্থান করে।
শনিবার ভোরে ফজরের নামাজ আদায়ের আগে ইয়াসিনের বাবা পুকুরে ওজু করতে গিয়ে দেখতে পান, পুকুরপাড়ের একটি গাছে তার ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বরগুনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বরগুনা থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
স্থানীয়দের মতে, ইয়াসিনের চলাফেরা ও আচরণে গত কিছুদিন ধরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। তার এই অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 জাহিদুল, বরগুনা
                     জাহিদুল, বরগুনা 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
