 
      সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এই প্রতিপাদ্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার নির্বাচনী আলোচনা সভা, কর্মী যোগদান ও ভোগডাঙ্গা ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যার আগে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় বাজার সংলগ্ন মইদিপুর এলাকায় এবি পার্টির এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
এসময় ভোগডাঙ্গা ইউনিয়নের অন্তত দুই শতাধিক স্থানীয় মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এবি পার্টির জেলা আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, "এদেশের মন্ত্রী-এমপিরা বিদেশে গিয়ে লুকিয়ে আছে। তারা এদেশ থেকে অনেক টাকা লুটপাট করেছে। তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করছে। আমাদের জনগনের টাকায়। তারা জনগনের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে।
তিনি আরও বলেন, "আপনার ভোট মহামূল্যবান। যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে আপনারা খাবেন একদিন আর সেই এমপি খাবে পাঁচ বছর।"
এসময় তিনি দেশের মানুষের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করার লক্ষ্যে এবি পার্টিকে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।
অনুষ্ঠানের শেষের দিকে নতুন কর্মী যোগদান ও ভোগডাঙ্গা ইউনিয়নের কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
 মাসুদ রানা, কুড়িগ্রাম
                     মাসুদ রানা, কুড়িগ্রাম 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
