 
      রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিক বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠানটি আগামিকাল (২২ জুলাই, মঙ্গলবার) একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) বেলা দেড়টার কিছু আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের পাশের ভবনের কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিলেন, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। এ ঘটনায় কিছু শিক্ষার্থী ও শিক্ষক ধাক্কা খেয়ে পড়ে যান বা আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দুর্ঘটনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামীকাল মঙ্গলবার মাইলস্টোন স্কুল ও কলেজের সব শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে কিনা, তা পরিস্থিতি বিবেচনায় জানানো হবে।
এদিকে, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও বিমান বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
এ ঘটনার তদন্তে বিমান বাহিনী ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
