 
      সীমান্তঘেঁষা জীবনে ১৫ বিজিবি এক সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে লালমনিরহাটের তিনটি টহলদল একযোগে দায়িত্বশীল বিওপিগুলো—দৈখাওয়া, কাশিপুর ও শিমুলবাড়ী—সহযোগী স্থানীয়দের সহায়তায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ‘ইস্কাফ’ সিরাপ জব্দ করে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে গেলেও, পরে তল্লাশির মাধ্যমে ২৬.৫ কেজি গাঁজা এবং ৯৪ বোতল ইস্কাফ সিরাপসহ একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের বাজার মূল্য মোট ২,৮০,৩৫০ টাকা: গাঁজার মূল্য প্রায় ৯২,৭৫০ টাকা, আর সিরাপ ও মোটরসাইকেলের মূল্য ১,৮৭,৬০০ টাকা। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত করতে আমরা সর্বদা সতর্ক ও প্রস্তুত।” তিনি আরও জানান, সীমান্তের স্পর্শকাতর এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারির তৎপরতা জোরদারের পাশাপাশি সাধারণ মানুষকে মাদকবিরোধী প্রচারে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে, গোপন সূত্র প্রদানকারীর পরিচয় রক্ষা করার আশ্বাসও দেওয়া হয়েছে। এই অভিযানের মাধ্যমে মাদকবিরোধী সংগ্রামে বিজিবির জোরালো ভূমিকা নিশ্চিত হয়েছে।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
