 
      কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে (২০২৪-২৫) অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার স্বার্থে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংসকরণ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার আন্ধারীঝার ও তিলাই ইউনিয়নে এ ধ্বংসকরণ কার্যক্রম উদ্ভোধন করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বারের নেতৃত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশিক্ষন অফিসার ড. মামুনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান, আন্ধারীঝার ইউপি চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, সাংবাদিক রবিউল আলম লিটন।
ড. মামুনুর রহমান তার বক্তব্যে বলেন, ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ পরিবেশ ও জীববৈচিত্রের জন্য হুমকি হওয়ায় কৃষি প্রনোদনার মাধ্যমে এসব গাছের চারা উৎপাদনে নিরুৎসাহিত করা হচ্ছে।
কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, আজ আমরা দুটি ইউনিয়নে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের পাঁচ শত চারা ধ্বংস করে নার্সারি মালিককে প্রতিটি গাছের বিপরিতে চার টাকা করে প্রণোদনা প্রদান করেছি। পর্যায়ক্রমে উপজেলার বাকি ইউনিয়ন গুলোতে পনের হাজার গাছের চারা ধ্বংস করা হবে।
 মাহবুব হোসেন, কুড়িগ্রাম
                     মাহবুব হোসেন, কুড়িগ্রাম 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
