 
      কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে উপজেলা যুবদল
সোমবার (১৪ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী কলেজ মোড় থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন অংশজুড়ে চলে এই প্রচার কার্যক্রম।
এ সময় যুবদল নেতাকর্মীরা দোকানপাট, রাস্তার পাশে থাকা পথচারী, অটোরিকশাচালক, বাজারের ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। প্রচার-প্রচারণার মাধ্যমে বিএনপির ঘোষিত দফাসমূহ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক। এছাড়াও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার (রাজু), যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন সোহাগ, আহ্বায়ক কমিটির সদস্য মফিজুল ইসলামসহ উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
 মাহবুব হোসেন, কুড়িগ্রাম
                     মাহবুব হোসেন, কুড়িগ্রাম 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
