 
      ছবিঃ সংগৃহীত
          চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দিনমজুর আব্দুল আজিজ (৪৭) একটি বসতঘরে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, তবে অবস্থা গুরুতর হওয়ায় রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রোববার দিবাগত রাত দু’টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল আজিজ ছিলেন আমিরাবাদ ইউনিয়নের দরজিপাড়া এলাকার মৃত মো. হাসানের সন্তান ও পেশায় দিনমজুর । স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর তিনি প্রথমে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তরিত হন।
 নিজস্ব প্রতিবেদক
                     নিজস্ব প্রতিবেদক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
