নিয়ামতপুরে এক রাতের বৃষ্টির পানিতে ভাসছে আধা পাকা ধান, দুশ্চিন্তায় কৃষক
ছবিঃ বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে ধান ঘরে তোলার শেষ মুহূর্তে হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। গুড়ি গুড়ি বৃষ্টি ও গত রাতের ভারি বৃষ্টিতে মাঠের প্রায় ২৫ শতাংশ ধান জমিতে পড়ে যায় এবং প্রায় ১৫ শতাংশ জমি পানিতে তলিয়ে যায়। এতে করে কৃষকের স্বপ্ন পানিতে ভাসছে।


উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বেশির ভাগ জমির ধান পানিতে ভাসছে। টানা বৃষ্টিতে নিয়ামতপুর উপজেলায় পুকুর, খাল-বিলের পানি বের হয়ে ৮০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।


শুক্রবার দিবাগত রাত থেকে টানা ৩–৪ ঘণ্টা ভারি বৃষ্টিপাত হয়। নিয়ামতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলার ৩০ হাজার ৫শ ৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। কিছু কিছু জায়গায় ধান কাটা শুরু হলেও হঠাৎ বৃষ্টির কারণে কৃষকের অনেক ক্ষতি হয়েছে।


উপজেলার ভাবিচা গ্রামের ধনঞ্জয় মহন্ত বলেন, “আমাদের প্রায় ১২ বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। পরিবার নিয়ে কিভাবে চলবো, দিশেহারা হয়ে পড়েছি। তাছাড়া এমন দুঃসময়ে কৃষি অফিস থেকেও কেউ খোঁজ খবর নিতে আসেনি।”


এছাড়াও এলাকার আপেল, সবুজ, মামুনসহ অন্য কৃষকেরা একই কথা বলেন, “আমাদের টাকা-পয়সা খরচ করে এখন প্রায় নিঃশেষ। সরকারি সহযোগিতা না পেলে আমরা পথে বসতে হবে।”


নিয়ামতপুর উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম বলেন, “চলতি আমন মৌসুমে উপজেলার ৩০ হাজার ৫শ ৫ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। গেলো রাতের ভারি বৃষ্টিতে বিভিন্ন মাঠের ধান পড়ে গেছে এবং নিচু এলাকার ধান ডুবে গেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠ জরিপ করছেন এবং পানি দ্রুত বের করার পরামর্শ দিচ্ছেন।”