সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান, ১৬ লাখ টাকার ভারতীয় মাল জব্দ
ছবিঃ বিপ্লবী বার্তা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ লাখ ২৪ হাজার ৪০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৪৯০ পিস ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও শাড়ি।


সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর ভোমরা, গাজিপুর, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন এলাকায় পৃথক পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।


মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।


তিনি বলেন,“গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় একাধিক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ক্যাটাগ্রা ট্যাবলেট, ওষুধ ও শাড়ি জব্দ করা হয়েছে। তবে কেউ আটক হয়নি।”


প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার বিভিন্ন স্থান থেকে ধাপে ধাপে এসব মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে কলারোয়া থানার কেরাগাছি, ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় এলাকা থেকে ৪৯০ পিস ক্যাটাগ্রা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও শাড়ি জব্দ করা হয়।


এছাড়াও মাদরা বিওপির বিশেষ দল কলারোয়া থানাধীন ফুলতলা বাজার ও তেতুলবাড়ি এলাকা থেকে আরও ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করে।


বিজিবি জানিয়েছে, আটককৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে চোরাকারবারি বা মাদক ব্যবসায়ী কাউকে আটক করা সম্ভব হয়নি।