 
      গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিরুল ইসলাম (মুরাদ) কে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি মন্তব্যকে কেন্দ্র করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে তাকে প্রশাসনিক কারণে পুলিশ লাইনে সংযুক্ত (লাইন ওআর) করার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ, সম্প্রতি ওসি আমিরুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে লিখেন, “জামায়াতের লোকেরা স্বাধীনতাবিরোধী, তাদের রাজনীতি করার অধিকার আছে কি না, সেটি নিয়ে গণভোট হওয়া উচিত।”
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। অনেকেই বলেন, একজন দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তার এমন মন্তব্য প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী।
এ ঘটনার জেরে গত ২০ অক্টোবর গাজীপুর মহানগর জামায়াত ইসলামী মজলিসে শুরার সদস্য অধ্যাপক ডা. আমজাদ হোসেন এবং পূবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মোহাম্মদ শামীম হোসেন মৃধা জিএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
অভিযোগে বলা হয়, 'ওসি শেখ আমিরুল ইসলাম পূবাইল থানায় যোগদানের পর থেকেই একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং জামায়াত ইসলামী ও দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। এমনকি তিনি ওই দলের নেতাদের পুলিশি প্রটোকলও দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।'
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওসি আমিরুল ইসলাম ফেসবুকে ওই মন্তব্য করেছে।’ এমন রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ সরকারি চাকরিজীবীর জন্য শোভনীয় নয় বলে মন্তব্য করেন অভিযোগকারীরা। তারা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।
এ বিষয়ে ওসি শেখ আমিরুল ইসলাম বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লিখিনি। এটি একটি প্রপাগান্ডা। বিষয়টি তদন্তাধীন। আমাকে প্রশাসনিক কারণে থানা থেকে জিএমপি পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।”
 আবু সাঈদ
                     আবু সাঈদ 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
