 
      বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সপ্তাহব্যাপী কুরআন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে কলেজের ডিগ্রি শাখায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ফাহিম বিশ্বাস, এবং উদ্বোধন করেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম. এ. হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ওবায়দুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের রাজেন্দ্র কলেজ শাখার সেক্রেটারি আশিকুর রহমান, শহর শাখার সেক্রেটারি হাসিবুল হাসান, সাহিত্য সম্পাদক দিদার হুসাইনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, 'ছাত্রশিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে কুরআন অধ্যয়ন ও অনুধাবনের আগ্রহ বৃদ্ধি করবে। তারা আশা প্রকাশ করেন, অর্থসহ কুরআন পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা ইসলামের মূল শিক্ষার সঙ্গে পরিচিত হবে এবং নৈতিক চেতনায় সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠবে।' অনুষ্ঠান শেষে ৮৫০ জন শিক্ষার্থীর হাতে অর্থসহ পবিত্র কুরআন তুলে দেওয়া হয়।
কুরআন প্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, "এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান ও চেতনা বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে। একজন শিক্ষার্থী মন্তব্য করেন, “শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ জাগানোর এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
অনুষ্ঠান শেষে আয়োজক ও অতিথিরা শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
 অনিক রায়
                     অনিক রায় 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
