 
      গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুনু রানী রায়কে হত্যার মামলার প্রধান আসামি উত্তম চন্দ্র দাস (৫৭) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুর সদর থানার জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ তিন হাজার দুইশ টাকা উদ্ধার করা হয়।
গত ২৩ অক্টোবর সকাল ৯টার দিকে গাজীপুর সদর থানার উত্তর বিলাসপুর এলাকার একটি ভাড়া বাসায় এই হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক কলহের জেরে স্ত্রী রুনু রানী রায় (৪৭) কে গলায় লুঙ্গি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন উত্তম চন্দ্র দাস। হত্যার পর ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই রনজিত লাল রাজভর (৬৮) বাদী হয়ে গাজীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। বিষয়টি নজরে আসার পর ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। অবশেষে জয়দেবপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি উত্তম চন্দ্র দাসকে গ্রেফতার করা সম্ভব হয়।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মো. পারভেজ রানা বলেন, “গ্রেফতারকৃত আসামিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব আইনশৃঙ্খলা রক্ষায় ও হত্যাসহ জঘন্য অপরাধে জড়িত আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা রাখছে। সমাজে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।”
 আবু সাঈদ
                     আবু সাঈদ 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
