নিরাপদ ও পরিচ্ছন্ন গাজীপুর গড়ার অঙ্গীকার ড. হাফিজুর রহমানের
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুর-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও তুরস্কের তোকাত গাজী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন।


মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।


মতবিনিময়কালে ড. হাফিজুর রহমান বলেন, “নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য গাজীপুর এবং বাংলাদেশের প্রতিটি শিশু ও কিশোর যেনো সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে, সেটাই আমাদের প্রতিশ্রুতি।”


তিনি আরও বলেন, “শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে আমরা যেনো সত্যিকার ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। এটাই আমাদের অঙ্গীকার।”


এসময় তিনি গাজীপুরকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তরিত করার লক্ষ্যে জনগণকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।