 
      চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় ট্রাক ও মালগাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন রেলকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। চট্টগ্রামগামী একটি মালগাড়ি ফৌজদারহাট রেলক্রসিং অতিক্রমের সময় একটি পণ্যবাহী ট্রাক সজোরে এসে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। তীব্র সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন উল্টে যায় এবং অন্তত দুইটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনায় দায়িত্বরত লোকোমাস্টার মনির ও সহকারী লোকোমাস্টার আলমগির আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সংঘর্ষের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকের ভেতরে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে রেলওয়ে বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করা হয়নি।
এ ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাহাড়তলী ও লাকসাম লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। উদ্ধার তৎপরতা চলছে এবং লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেললাইন সচল করার কাজ শুরু হয়েছে।
রেলওয়ের এক কর্মকর্তা জানান, “দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটি সতর্ক সংকেত অমান্য করে রেললাইন অতিক্রমের সময় সংঘর্ষটি ঘটে।”
 পারভেজ রেজা
                     পারভেজ রেজা 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
