 
      মুকসুদপুর উপজেলার স্কলার্স পাবলিক স্কুল, সম্প্রতি ১ অক্টোবর ২০২৫ থেকে ভর্তির কার্যক্রম শুরু করেছে, স্কুলটি ২৬ অক্টোবর ২০২৫ তারিখে উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি দল পরিদর্শন করেছে। নতুন এই স্কুলে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, জীবন সদস্য ও নির্বাহী সদস্য এবং সাংবাদিক মোঃ ছিরু মিয়া সহ অন্যান্য সদস্য। তারা বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ, চলমান সাংস্কৃতিক কার্যক্রম এবং বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম বলেন, “স্কলার্স পাবলিক স্কুল শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও যে ভূমিকা রাখছে, তা সত্যিই প্রশংসনীয়। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য একটি নির্দিষ্ট বসার স্থান থাকা একান্ত প্রয়োজন। বিশেষ করে মায়েরা সন্তানদের সঙ্গে আসেন, তাই নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থা জরুরি।”
জীবন সদস্য ও নির্বাহী সদস্য এবং সাংবাদিক মোঃ ছিরু মিয়া বলেন, “এই বিদ্যালয় শুধু শিক্ষার ক্ষেত্র নয়, মানবিকতা ও সংস্কৃতির চর্চার ক্ষেত্র হিসেবেও গড়ে উঠছে। এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে সৃজনশীল, সৎ ও ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাবে।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওহিদুল ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের জ্ঞান, শৃঙ্খলা ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। শিল্পকলা একাডেমির এই সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণার। আমরা চাই শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফলই অর্জন করবে না, বরং মানবিক ও সৃজনশীল দক্ষতায়ও সমৃদ্ধ হবে।”
স্কুলটির পরিচালিত হচ্ছে ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা)-এর প্রাক্তন শিক্ষক ও বিদ্যালয়ের পরিচালক মোঃ রাজ্জাক আলী খান এর তত্ত্বাবধানে। এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ডিজিটাল ক্লাসরুম, স্পোর্টস জোন, অটো এসএমএস সিস্টেমে উপস্থিতি নিয়ন্ত্রণ, লেসন প্ল্যানভিত্তিক পাঠদান এবং হোম ভিজিটিং সুবিধা। এসব সুবিধা শিক্ষার্থীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে।
স্কুলটি অবস্থিত উপজেলা পরিষদের মেইন গেটের সামনে, মুকসুদপুর, গোপালগঞ্জে। নতুন এই প্রতিষ্ঠান শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করছ ।
 নূর আলম শেখ
                     নূর আলম শেখ 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
