শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সঙ্গে আলোচনায় আব্দুল হামিদ
ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনা কার্যক্রমের অংশ হিসেবে ২৫ অক্টোবর শনিবার মুকসুদপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।


মাওলানা আব্দুল হামিদ প্রথমে মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়, তারপর প্রভাকরদি আবু বক্কার সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, মুকসুদপুর কামিল মাদ্রাসা, সুগম মাদ্রাসা এবং টি এন্ড টি মাদ্রাসা-এর শিক্ষকদের সঙ্গে পৃথকভাবে আলোচনায় অংশ নেন। সভার সময় তিনি শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং স্থানীয় শিক্ষাঙ্গনের সমস্যা নিয়ে মতবিনিময় করেন।


এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা সেক্রেটারি জেনারেল আল মাসুদ খান, মুকসুদপুর উপজেলা নায়েবে আমির আঃ আজিজ, উপজেলা আইন বিষয়ক সম্পাদক ও পৌর সেক্রেটারি জেনারেল আবু তালিব ফরাজি।


মাওলানা আব্দুল হামিদ শিক্ষকদের সঙ্গে আলোচনায় বলেন, শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক শিক্ষা নিশ্চিত করাও জরুরি। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকদের সহযোগিতায় এলাকার শিক্ষাঙ্গন আরও সুষ্ঠু ও উন্নত হবে।