দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, উদ্ধার শতাধিক ফেন্সিডিল বোতল
ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোণার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোণা কার্যালয়ে হস্তান্তর করা হবে।


বিজিবি নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এ এস এম কারুজ্জামান (পিবিজিএম) রবিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলার ফান্দা এলাকা থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন বারমারী বিওপি'র (Border Observation Post) সদস্যরা।


নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবির ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১১৬২ নম্বর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।


বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।