 
      ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে নিরীহ এক পরিবারের পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা, হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আকাশ বিশ্বাস সুজিত (৪০) অভিযোগ করেন, নাচনমহলের ৪ নং ওয়ার্ডের মৃত সন্তোষ বিশ্বাসের পৈতৃক জমি দখলের জন্য আনোয়ার হাওলাদার (৪৮), তার স্ত্রী নাজমা বেগম (৩৮), আত্মীয় আবুল কালাম (৬০) ও আরও কয়েকজন মিলে প্রতারণা চালাচ্ছেন।
আকাশ বিশ্বাস জানান, আনোয়ার হাওলাদার অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রভাব খাটিয়ে একটি ভুয়া নোটারি দলিল তৈরি করে তার জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। প্রায় ১৫–২০ দিন আগে তারা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলার চেষ্টা চালায় এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ ৯ অক্টোবর সকাল ১০:৩০ মিনিটে তারা গালিগালাজ ও মারধরের চেষ্টা চালায়, স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, “ঘটনার পর আমি থানায় লিখিত অভিযোগ করেছি, তবুও আনোয়ার হাওলাদার ও তার অনুসারীরা নিয়মিতভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। অতীতে তার রাজনৈতিক প্রভাব থাকায় এলাকায় তিনি সন্ত্রাসী আধিপত্য বিস্তার করেছিলেন, যা এখনো চলছে।”
আকাশ বিশ্বাসের অভিযোগ, বর্তমানে তার ও পরিবারের সদস্যদের চরম নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে হচ্ছে।
তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন,“আপনাদের কলমের মাধ্যমে এই সন্ত্রাসী চক্রের আসল চেহারা মানুষ জানতে পারবে বলে আমি আশাবাদী।”
 মোঃ সামীর আল মাহমুদ
                     মোঃ সামীর আল মাহমুদ 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
