 
      নওগাঁর নিয়ামতপুর উপজেলার গ্রামীণ জনপদ টগরইল গ্রামে ভরদুপুরে ঘটে গেছে দুঃসাহসিক চুরির ঘটনা। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের বাসিন্দা মণিমূল হক লাল্টু মাস্টারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আট ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু।
জানা যায়, ঘটনার দিন সকালে মণিমূল হক ও তার স্ত্রী পাসপোর্ট গ্রহণের উদ্দেশ্যে নওগাঁ শহরের পাসপোর্ট অফিসে যান। এ সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল বাড়ি ফাঁকা পেয়ে মূল ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের আলমারির লকার ভেঙে তারা সন্তানের চিকিৎসার জন্য সংরক্ষিত নগদ দুই লক্ষ টাকা এবং আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
দুপুর দেড়টার দিকে বাড়ির মালিক দম্পতি ফিরে এসে দেখেন, মূল দরজায় নতুন তালা ঝুলছে। সন্দেহ হলে তারা তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং দেখতে পান ঘরের আলমারির লকার ভাঙা এবং টাকা ও স্বর্ণালঙ্কার নেই। চোরেরা চুরি শেষে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে সেখানেও নতুন তালা লাগিয়ে রেখে যায়।
চুরির খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বা এলাকাবাসী কেউই রহস্যজনক এই চুরির কোনো ক্লু খুঁজে পায়নি।
 জাকির হোসেন
                     জাকির হোসেন 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
