 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট -এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০ টি বুথে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা দল বেধে আসছেন ভোট দিতে৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে।প্রতিটি হলে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করছে।
শিক্ষার্থীরা বলছেন, বহু বছর পর রাকসু নির্বাচন হওয়ায় তাদের মধ্যে আলাদা উৎসাহ কাজ করছে। তাদের প্রত্যাশা, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নিতে পারবেন তারা। সৎ ও ব্যক্তিত্বসম্পন্ন প্রতিনিধি বাছাই করবেন তারা।
ভোট প্রদান শেষে অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন মীম বলেন, ‘আজকের দিনটা স্মরণীয় একটি দিন। খুবই ভালো লাগছে, এক ধরনের অন্যরকম উত্তেজনা কাজ করছে মনে। গতকাল থেকেই পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছিল সবাই সবার সাথে কাকে ভোট দিবে, কে যোগ্য এসব বিষয়ে কথা বলছিল । মনে হচ্ছিল যেন কোনো উৎসব চলছে, একেবারে ঈদ ঈদ পরিবেশ। আমি জীবনের প্রথম ভোট দিয়েছি, সেটাও রাকসুর মতো ঐতিহাসিক নির্বাচনেএটা সত্যিই গর্বের। আমি চাই যোগ্য, দায়িত্বশীল ও ছাত্রবান্ধব প্রার্থীরাই নির্বাচিত হোক, যারা সত্যিকার অর্থে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে।’
রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে কথা হয় ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাফায়েল আহমেদ মারুফ এর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা চাই প্রতিবছর যেন রাকসু নির্বাচনটা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করার জন্য ছাত্রসংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। আমি চাই যোগ্য ব্যাক্তি নির্বাচিত হয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক'। 
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে, সে ব্যাপারে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।
 সৈয়দ মাহিন,রাবি
                     সৈয়দ মাহিন,রাবি 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
