 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          জলবায়ু পরিবর্তনের সংকট ও স্থানীয় জনগোষ্ঠীর দুর্ভোগ তুলে ধরতে রাজশাহীতে প্রথমবারের মতো গম্ভীরা গানের আয়োজন করেছে ‘ইউরিচ’ (ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের এই সংগঠনটি গানের ছন্দে ও নাটকের মাধ্যমে জলবায়ুর বাস্তবতা তুলে ধরে সচেতনতা সৃষ্টির বার্তা দিয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজশাহীর মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই আয়োজনে পরিবেশিত হয় গম্ভীরা গান ও নাটিকা। 
গম্ভীরা গানে রাজশাহীর জলবায়ু পরিবর্তনের নানা দিক তাপদাহ, খরা, পানির সংকট ও শৈত্যপ্রবাহ ছন্দে ছন্দে তুলে ধরা হয়। গানের মাধ্যমে স্থানীয় মানুষের জীবনে পরিবর্তিত আবহাওয়ার প্রভাব এবং টেকসই সমাধানের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে সংগঠনটি। 
একই সঙ্গে রাজশাহীর বাস্তব ঘটনার ওপর নির্মিত একটি নাটিকাও মঞ্চস্থ হয়। ২০২২ সালে এক কৃষক খরায় ক্ষতিগ্রস্ত হয়ে মহাজনের ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করার ঘটনার ভিত্তিতে নির্মিত নাটকে কৃষক সমাজের সংকট, দারিদ্র্য ও হতাশার চিত্র ফুটিয়ে তোলা হয়।
গম্ভীরার নানা চরিত্রের মধ্যে ‘নানা’র ভূমিকায় অভিনয় করা জায়িদ হাসান জোহা বলেন, ‘রাজশাহীর ঐতিহ্য এবং সংস্কৃতি হচ্ছে গম্ভীরা গান যেটা এই উত্তরাঞ্চলের মানুষের সাথে মিশে আছে। এই গানের মাধ্যমে রাজশাহীর জলবায়ু পরিবর্তন-জনিত সমস্যার কথাগুলো তুলে ধরেছি। যাতে মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়।’
নাটিকায় কৃষকের স্ত্রী চরিত্রে অভিনয় করা সুপ্রভা বিনতে রফিক বলেন, ‘খরার কারণে কৃষকদের এমন নাজুক অবস্থায় পড়তে হচ্ছে যে কেউ কেউ আত্মহত্যা করছেন। অথচ কৃষি ও পানি ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেই। এখনই না ভাবলে ভবিষ্যতে এই সংকট আরও ভয়াবহ হবে।’
আয়োজনের বিষয়ে ইউরিচের সহ-প্রতিষ্ঠাতা ও আয়োজক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘রাজশাহীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন ভয়াবহ। তাপমাত্রা বাড়ছে, খরা দীর্ঘ হচ্ছে, পানির লেভেল নিচে নামছে। অথচ জাতীয় পর্যায়ে উত্তরাঞ্চলের এই সংকট নিয়ে পর্যাপ্ত আলোচনা বা কার্যকর উদ্যোগ নেই। আমাদের আয়োজনের মাধ্যমে আমরা নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং স্থানীয়দেরও সচেতন করতে চাই।’
এদিকে পুরো আয়োজনটি দেখতে মুক্তমঞ্চে জড়ো হয় শতাধিক দর্শক। গম্ভীরার ছন্দে জলবায়ুর হাহাকার ও আশার বার্তা শুনে উপস্থিত দর্শকেরা প্রশংসা করেন ইউরিচের এই উদ্যোগের।
উল্লেখ্য, ‘ইউরিচ’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সংগঠন।  প্রতিষ্ঠার পর থেকে গবেষণা ও সামাজিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
 সৈয়দ মাহিন,রাবি
                     সৈয়দ মাহিন,রাবি 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
