 
      সিরাজগঞ্জ জেলার তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রীজ এলাকায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল একটি ভয়াবহ দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। হাইফোত হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালক ও জনি (১২) নামে এক শিশু এই দুর্ঘটনায় প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোঝাই গরু নিয়ে দ্রুত গতিতে নওগাঁ হাটের দিকে যাচ্ছিল একটি অবৈধ ‘ভটভটি’। উলিপুর ব্রীজ এলাকায় পৌঁছালে গতি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে ধাক্কা দেয়; এতে অটোরিকশায় থাকা চালক ও যাত্রী রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদুটিকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহত হাইফোত ছিলেন কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে এবং জনি ছিলেন দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে। জনি স্কুলে যাওয়ার পথে ছিলেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “গরু বোঝাই ভটভটি নিয়ন্ত্রণহীনভাবে চলছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা বলছেন, অবৈধ ভটভটি ও অনিয়ন্ত্রিত যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ। তারা এই ধরনের যানবাহন চলাচল বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ দাবি করছেন।
 মো ইয়াকুব আলী তালুকদার
                     মো ইয়াকুব আলী তালুকদার 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
