সেলুনে হয় না শেভ, আয়ে সন্তুষ্ট চার নওমুসলিম বন্ধু
ছবিঃ বিপ্লবী বার্তা
ধর্ম বদল মানে ছিল সমাজচ্যুতি, ত্যাগ মানে ছিল অনিশ্চয়তার পথে হাঁটা। কিন্তু সেই ভয়কে জয় করেই ইসলামের সৌন্দর্যে নিজেদের জীবন নতুনভাবে সাজিয়েছেন চার তরুণ। তারা হলেন- ইয়াকুব, ইউসুফ, ইবরাহিম ও ইসমাইল। একসময় যাদের দিকে ফিরেও তাকায়নি সমাজ, আজ সেই চারজনই হয়েছেন স্বাবলম্বী উদ্যোক্তা। কিশোরগঞ্জের পুরুড়া বাজারে তারা গড়ে তুলেছেন এক ব্যতিক্রমধর্মী অভিজাত সেলুন, যার প্রতিটি আয়নায় ঝলমল করে বিশ্বাস, শ্রম আর নতুন জীবনের আলো।


আগে থেকেই ক্ষৌরকার পেশায় দক্ষ ছিলেন তারা। ৭-৮ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের দক্ষতাভিত্তিক উদ্যোক্তা তৈরি প্রকল্পে আবেদন করেন। যাচাই-বাছাই শেষে তাদের প্রত্যেককে ৮০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়। সেই অর্থে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুড়া বাজারে খুলে ফেলেন তাদের স্বপ্নের সেলুন।


ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ এই চার বন্ধু দাড়ি শেভ করেন না-এটাই তাদের সেলুনের অন্যতম বৈশিষ্ট্য। তবুও প্রতিদিন প্রত্যেকে গড়ে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত আয় করেন। সপ্তাহের কিছুদিন একেকজনের আয় ছুঁয়ে যায় এক হাজার টাকাও।


এখন তারা শুধু স্বাবলম্বীই নন, বরং আশাবাদীও। জীবনযুদ্ধের কঠিন সময় পেরিয়ে তারা এখন বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। নতুন জীবনের পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন ইসলামের আলোয় উজ্জ্বল এই চার তরুণ উদ্যোক্তা।


তাদের গল্প একটাই প্রশ্ন তুলে-বিশ্বাস, শ্রম আর সততা মিললে সকল বাঁধাই অতিক্রম করা যায়।