 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          নেত্রকোণার মোহনগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আওয়াল হোসেন জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আওয়াল হোসেন গ্রামের সামনের মাঠ থেকে গরু আনতে যান। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি মাঠে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 মো নূর আলম
                     মো নূর আলম 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
