 
      চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ সোয়াদ নামে এক যুবককে আটক করেছে।
শনিবার (৪ অক্টোবর) ভোররাতে উপজেলার কেশবপুর পূর্বপাড়ায় এ অভিযান পরিচালিত হয়। আটককৃত সোয়াদ ওই গ্রামের মৃত জসিমের ছেলে।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ২:১৫ মিনিট থেকে সকাল ৬:১৫ মিনিট পর্যন্ত আলমডাঙ্গার কেশবপুর পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে পরিচালিত অভিযানে সোয়াদের বাড়ি তল্লাশি করে একটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, নয়টি ধারালো দেশীয় অস্ত্র এবং একটি ঢাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোয়াদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ অস্ত্র মজুদের কথা স্বীকার করেছে বলে জানানো হয়েছে। পরে তাকে আলমডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 মোঃ মিনারুল ইসলাম
                     মোঃ মিনারুল ইসলাম 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
