 
      ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পড়াশোনা করা সকল দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে এক বছরের জন্য উপবৃত্তি দেওয়া হবে। এই উপবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।
স্নাতক শ্রেণির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি মাসে ১,২০০ টাকা এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের প্রতি মাসে ১,৫০০ টাকা হারে উপবৃত্তি প্রদান করা হবে। এছাড়া সকল দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর বেতনও মওকুফ করা হবে।
উপবৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীদের সংযুক্ত আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। পূরণকৃত ফরম ২১ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রার অফিস, কক্ষ নম্বর ২০৩-এ জমা দিতে হবে। আবেদন ফরমের সঙ্গে অবশ্যই পরিচয়পত্র এবং সর্বশেষ পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে।
আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের সব হল ও বিভাগ থেকে সংগ্রহ করা যাবে। তবে একই শ্রেণিতে একাধিকবার পড়াশোনা করা শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় পরবেন না।
বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন: www.du.ac.bd
 নিউজ ডেস্ক
                     নিউজ ডেস্ক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
