 
      সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুজ্জামান কাকন। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম, কটিয়াদী ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ মাজেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম, কটিয়াদী বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, মুমুরদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খাইকুল ইসলাম লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, আচমিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন অনিক, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাকিকুল ইসলাম হাকিকত, লোহাজুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানা, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর ইসলাম রিপনসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং পূজারী ও ভক্তরা।
পরিদর্শনের সময় বিএনপি নেতা শহিদুজ্জামান কাকন বলেন, “বাংলাদেশ একটি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সম্প্রীতির দেশ। এখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তবে বিগত ফ্যাসিস্ট সরকার দেশে ধর্মীয় ভেদাভেদ ও হানাহানি সৃষ্টি করেছিল। তাদের এজেন্টরা পূজার সময় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতো। তবে দেশের মানুষ তাদেরকে বিদায় দিয়েছে এবং এখন সকলেই সচেতন।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে মুসলিম, হিন্দু, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ তাদের অধিকার নিশ্চিতভাবে ভোগ করবে। সবার জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা হবে। আমাদের আপোসহীন নেতা, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।”
শহিদুজ্জামান কাকনের এই কার্যক্রম স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দ সৃষ্টি করেছে এবং তারা রাজনৈতিক নেতাদের পূজামণ্ডপে আগমনকে সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রকাশ হিসেবে দেখছেন।
 মিয়া মোহাম্মদ ছিদ্দিক
                     মিয়া মোহাম্মদ ছিদ্দিক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
