 
      জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম সদর পৌরসভার সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুমোদিত ৩১ সদস্যের এই সমন্বয় কমিটি আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত বলবৎ থাকবে।
কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুজ্জামান সাগর। এছাড়া কমিটিতে ৯ জন যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁরা হলেন—মাসুদরানা ইকবাল, আরিফুল ইসলাম, মোহাম্মদ নুর আলম, মোহাম্মদ ইয়াকুব, মোঃ কাজল, মোহাম্মদ তারা, মোহাম্মদ নাহিদ ইসলাম, মামুনুর রশীদ সুমন ও হাসিবুর রহমান হিমেল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ডা. মাহাবুব, মেহেদী হাসান, আলী বাদশা, রাসেল রেজা বাবু, হামিদুল, মজিবর, মিন্টু মিয়া, আসলাম শেখ, শ্রী শুভ, বাবু মিয়া, মোছাঃ লাকী, মোছাঃ আরিফা, বাতেন মাস্টার, মোহাম্মদ দিনার, মমিনুল, নাহিদ ইসলাম, মোঃ রিফাত, আবু বকর সিদ্দিক, নবাব আলী, মোঃ ইনসান ও মোঃ সামাদ।
 মোঃ মাসুদ
                     মোঃ মাসুদ 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
