 
      আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশায় একে একে আত্মপ্রকাশ করছেন নেতারা। ইতোমধ্যে দেড় ডজনেরও বেশি নেতা মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দিয়েছেন।
সর্বশেষ মনোনয়ন প্রত্যাশী হিসেবে যোগ দিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং সাবেক ছাত্রনেতা মো. সাইদুর রহমান বাচ্চু। তার যোগদানের মাধ্যমে সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।
দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসম্মুখে যারা নিজেদের অবস্থান প্রকাশ করেছেন, তাদের মধ্যে রয়েছেন— মো. সাইফুল ইসলাম শিশির, মো. সাইদুর রহমান বাচ্চু, ভিপি মো. আয়নুল হক, সদ্য প্রয়াত সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের পুত্র মো. রাহিদ মান্নান লেনিন, মো. রকিবুল করিম খান পাপ্পু, মো. খোন্দকার সেলিম জাহাঙ্গীর, অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, শিল্পপতি মো. রুহী আফজাল, ব্যারিস্টার মো. আব্দুল বাতেন এবং আলহাজ্ব মো. দুলাল হোসেন খান।
এছাড়াও রয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী মো. রাকিবুল আলম মিঞা অপু, জার্মান প্রবাসী মো. সাব্বির আহম্মেদ, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার মো. আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান তালুকদারের পুত্র ও নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল বারী তালুকদার, তাড়াশ উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মো. আব্দুল হাকিম, জেলা যুবদলের সাবেক নেতা এপিপি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলীম।
সব মিলিয়ে এ পর্যন্ত মোট ১৯ জন বিএনপি নেতা সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেদের অবস্থান প্রকাশ করেছেন। কে হচ্ছেন দলের চূড়ান্ত প্রার্থী—তা জানতে এখন দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মাঠে তৎপরতা বাড়িয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। গণসংযোগ, মতবিনিময় ও কর্মীসভা করে তারা নিজেদের জনপ্রিয়তা যাচাই এবং দলের উচ্চপর্যায়ের মনোযোগ আকর্ষণে সচেষ্ট রয়েছেন।
দলীয় সূত্র বলছে, তৃণমূল নেতাকর্মী ও জনসমর্থনের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী বাছাই করবে বিএনপি। সিরাজগঞ্জ-৩ আসনে কে পাচ্ছেন ধানের শীষ প্রতীক—তা নিয়ে এখন দলের ভেতরে ও বাইরে চলছে জোর আলোচনা।
কে পাবেন ধানের শীষ প্রতীক? অপেক্ষার পালা সিরাজগঞ্জ-৩ এ।
 মো ইয়াকুব আলী তালুকদার
                     মো ইয়াকুব আলী তালুকদার 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
