 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পৌর এলাকা রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি মাহমুদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক এম এ ইউসুফ মিয়ারের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার মুহাইমিনুল ইসলাম আরিফ, বিদ্যালয়ের বর্তমান এডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুল, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান এবং অভিভাবক সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। এজন্য প্রয়োজন যোগ্য শিক্ষক, আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদান, ব্যবহারিক শিক্ষা এবং নৈতিকতার চর্চা। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, অভিভাবক, শিক্ষক, সমাজ ও শিক্ষার্থীদের একসাথে কাজ করা জরুরি।”
সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল আলম, সিনিয়র শিক্ষক মোঃ ফখর উদ্দিন ভূঞা (ইমরান), মাহবুবুর রহমান দিদার, সহকারী শিক্ষক মস্তুফা কামাল, মনোয়ারা বেগম, আফসানা জামিল, জসিম উদ্দিন, হাফিজুল হক, ওমর ফারুক, নন্দীতা রানী সরকার, শাহরিন সুলতানা, সায়েম খান এবং রৌশনা বেগম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার।
 মিয়া মোহাম্মদ ছিদ্দিক
                     মিয়া মোহাম্মদ ছিদ্দিক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
