 
      কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় টিকেট কালোবাজারি প্রতিরোধে অভিযান চালিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) একজন ব্যক্তিকে আটক করেছে। তিনি হলেন রিপন (৪৫), কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার আব্দুস সালামের ছেলে।
আজ কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে রিপনকে আটক করা হয়। ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটের বাজার মূল্য ছিল ১ হাজার ২১৫ টাকা।
ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযান পরিচালনা করে গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে রিপনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিকিট কালোবাজারি রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
 মিয়া মোহাম্মদ ছিদ্দিক
                     মিয়া মোহাম্মদ ছিদ্দিক 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
