 
      ছবিঃ বিপ্লবী বার্তা
          ঝালকাঠি পৌর শহরের কলেজ মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে পলাশ সূত্রধর (৩০) নামের এক বিক্রয় প্রতিনিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পেশায় তিনি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ ব্র্যান্ডের টিস্যু পণ্যের বিক্রয় প্রতিনিধি হিসেবে ঝালকাঠিতে কর্মরত ছিলেন। নিহত পলাশ বরিশাল জেলার মুলাদী উপজেলার তেরচড় গ্রামের সুধীর সূত্রধরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে পলাশ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র তিন মাস আগে পলাশ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীপক সূত্রধরের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে স্থানীয়রা ভাড়া বাসায় গামছা দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলাশকে দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসময় একটি চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল, “এই জীবন খুবই কঠিন। আমি আমার ব্যর্থতার যন্ত্রণায় এই সিদ্ধান্ত নিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিবেন, মেহেদি ভাই এমকে ট্রেডার্স।”
পুলিশের ধারণা, চিরকুটটি তারই লেখা। সেখানে কঠিন জীবনে নিজের ব্যর্থতা ও যন্ত্রণার কথা উল্লেখ করে আত্মহত্যার ইঙ্গিত দিয়েছেন তিনি। ঝালকাঠি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধারণা করছি। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
 মোঃ সামীর আল মাহমুদ
                     মোঃ সামীর আল মাহমুদ 
                                 
                                 
                                 
                                 
                                 
                                
